আঁচিল (Wart) আমাদের শরীরের চামড়ার উপরে ছোট রুক্ষ অবস্থায় দেখা যায় । এটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত যে কোন স্থানে হতে পারে মানবদেহে প্রায় ১০ প্রকার আঁচিল দেখা যাই এটি ভাইরাসজনিত সংক্রমণ পাপিলোমা ভাইরাস (এইচ পি ভি)দ্বারা সৃষ্টি ।
আঁচিল থেকে মুক্তির উপায়ঃ
- আঁচিল সৃষ্টিকারি ভাইরাসটিকে সাধারণ জীবাণুনাশক দিয়ে নিষ্ক্রয়করণ অনেক কঠিন । তাই এই জীবাণুটিকে ধ্বংস করার জন্য আমরা যে জীবাণুনাশক ব্যবহার করি তার পরিমান ইথানল-৯০%, স্যাভলন-৩০%, গুলুটারাল্ডিহাইড-২%, সোডিয়াম হাইপোক্লোরাইট-১% মিশ্রণ ঘটিয়ে জীবাণুটির উপর ১ মিনিট রাখতে হবে ।
- এই ভাইরাসটি ঠাণ্ডা ও গরম উভয় প্রতিরোধী । তবে ১০০ ডিগ্রী সেলসিয়াস (২১২ ডিগ্রী ফারেনহাইট) ও আলট্রাভায়োলেট রশ্নি দ্বারা ধ্বংস করা যায় ।
- আঁচিলের জন্য স্যালিসিলিক এসিড পদ্ধতি অধিক কার্যকর ।
আঁচিলের সতর্কতাঃ
- আঁচিল একটা ছোঁয়াচে রোগ এ কথা অনেকে জানেনা তাই রোগীর সংস্পর্শে না যাওয়া ভালো ।
- অনেকে আঁচিলের উপরে চুন বা আগুন দেয় এটা করা ঠিক না । কারণ এ থেকে সেপটিকও হতে পারে ।
- আঁচিলে চুল বেঁধে রক্ত বন্ধ করা যাবে না এবং এটা খুঁটবেন না
হোমিওপ্যাথি চিকিৎসায় আঁচিল সমস্যায় অনেক ভালো উপকার পাওয়া যায় ।